As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2608

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 21 Mar 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম । রোজাদার ব্যক্তি মাগরিবের আজানের সময় ইফতার করে থাকে। এখন প্রশ্ন হল, তাকে কি ঐ আজানের উত্তর দিতে হবে । যদি সে দিতে চাই (বিশেষত রামাদান মাসে)।এর বিধান জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। খেতে খেতে আজানের জবাব দেয়া খুব কঠিন কাজ নয়। তাই উত্তর দেয়া উচিত।