As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2604

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 17 Mar 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমাদের শরিরে ১ টুকরা গোস্ত আছে, যেটা ভালো থাকলে পুরো শরির ভালো থাকে, খারাপ হলে পুরো শরীরটাই খারাপ হয়ে যায়,,,। হাদিসটির সনদসহ মুল আরবি ইবারত দিলে, বড় উপকৃত হতাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা একটা লম্বা হাদীসের অংশ পুরা হাদীসটি সনদসহ দিয়ে দিচ্ছি। হাদীসটি সহীহ বুখারীতে আছে। নং 52 52- حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ ، حَدَّثَنَا زَكَرِيَّا ، عَنْ عَامِرٍ قَالَ : سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : الْحَلاَلُ بَيِّنٌ وَالْحَرَامُ بَيِّنٌ وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لاَ يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ فَمَنِ اتَّقَى الْمُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِيِنِهِ وَعِرْضِهِ ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ كَرَاعٍ يَرْعَى حَوْلَ الْحِمَى يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى أَلاَ إِنَّ حِمَى اللهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ أَلاَ وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلاَ وَهِيَ الْقَلْبُ.