As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2591

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 Mar 2013

প্রশ্ন

আমার প্রশ্ন হচ্ছে, আমি একটানা ৬,৭ মাস সুরা মুলক নিয়মিত রাতে এশারের নামাজের পর পড়তাম। পরে আমি এক শায়খ এর লেকচার এ শুনেছি যে এটা নাকি দুর্বল হাদিস। । । তাই ২ মাস যাবত আর পড়ি না। । এরপর যখন আর একজন শায়খ সুরা মুলক এর ফজিলত বললেন তখন আমার মনে হয়েছে যে হয়ত বাদ দেয়াটা উচিত হয় নি। । তাহলে কি আমার আমলটা নষ্ট হয়ে গেল? এখন যদি আবার শুরু করি তাহলে কি আমলটা নিয়মিত বলে গণ্য হবে একটু জানাবেন? plz.

উত্তর

উত্তম: দূর্বল হওয়ার অর্থ কি এটা যে, আমল বাদ দিতে হবে । এই ধরণের আমল দূর্বল হাদীস দ্বারা করা যায়। আর আগে যখন পড়তেন তখন সওয়াব হতো এখন পড়লে আবার সওয়াব হবে, কোন আমলই নষ্ট হবে না।