হ্যাঁ, ইমাম সাহেব প্রতি ওয়াক্তে সালাতের পর ঘুরে বসবেন, এটা সুন্নাত। নিচের হাদীসটি দেখুন:
عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا صَلَّى صَلاَةً أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ.
সামুরা ইবনে জুনদুব (রা.) বলেন, নবী (সা.) যখন কোন নামায আদায় করতেন, তখন আমাদের দিকে ফিরে বসতেন। সহীহ বুখারী, হাদীস নং ৮৪৫।এছাড়াও এই বিষয়ে অনেক সহীহ হাদীস বর্ণিত আছে। বিস্তারিত জানতে https://www.shottanneshi.com/namazer-por-imam-muktadider-dike-takaben/