As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2584

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 25 Feb 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,স্যার আমার বয়স ৪০ আমি সৌদি আরব থাকি আমি অনেক বিপদে আছি আমার এক ছেলে এক মেয়ে ছেলেটা জন্মগত ভাবে অসুস্থ ওর পেছনে প্রায় ১৪ লাখ টাকা খরচ হয়েছে তবুও পুরা সুস্থ না, ২বছরের মাথায় আমি সৌদিতে বড় ধরনের একটা এক্সিডেন্ট করি বাচানের মালিক আল্লাহ তাই বেঁচে আছি ৪ লাখ টাকা খরচ আমি অনেক টাকা রিন হয়ে গেছি, সৌদি আরবের অবস্থা ভাল না কাজ নেই আর আমি আগের মতো পরিশ্রম করতে পারিনা কি ভাবে এত টাকা পরিশোধ করব ভেবে পাইনা,আমাকে একটা পরামর্শ দিলে উপকার পাব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য অনেক সময় বিপদে ফেলেন হয়তো আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। ধৈর্যের সাথে পরীক্ষা দিলে আল্লাহ আপনাকে অবশ্যই বড় পুরুস্কার দিবেন। বেশী বেশী দুআ করতে থাকুন আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ আপনার সকল বিপদাপদ দূর করে দেন।