As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2564

হালাল হারাম

প্রকাশকাল: 5 Feb 2013

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমরা সাধারনত সবাই বাশার কাজে অফিসের কাজে কম্পিউটার ইউজ করে থাকি এবং আমরা জানি কম্পিউটার চালাতে অপারেটিং সিস্টেম যেমন xp,7,8.0,8.1 এবং ১০ ইউজ করি এখন আমরা ডেক্সটপ বা ল্যাপটপ জেটাই চালাই সেইটার একটা মুল্য আছে যেটা আমরা পে করেই জিনিস টা কিনি। কিন্তু কেনার পর সেটা চালাতে দরকার পরে অপারেটিং সিস্টেম এর এটা সাধারনত কিনতে টাকা লাগে কিন্তু বর্তমান প্রেক্ষা পটে দেখতে গেলে এখন মানুশ অহরহ ক্রাক ভারসান বা হ্যাকড ভারসান ইউজ করে এছারা মাইক্র সফট ওয়ারড, এক্সেল, আডব বিভিন্ন সফটওয়্যার এর ক্রাক ভারসান ইউজ করে এক্ষেত্রে দেখতে গেলে এগুলা টাকার বদলে ফ্রি ইউজ করা যায়। এভাবে অফিসে বা বেক্তিগত কাজে ইউজ করে টাকা ইনকাম হালাল হবে কি? IT next company gula thekhe je cd gula kina hoi 50/100 deye taw crack version, mane hacked kora aita kine income kora jaeyj kina? Chat Conversation End Type a message…

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার এই কাজের জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে জায়েজ হবে না। অন্যথায় সমস্যা নাই।