As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2560

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 1 Feb 2013

প্রশ্ন

assalamu aalikim…….. ১)পাশেই মসজিদ, কিন্তু মাহফিলে একই সময়ে জামাত করছে। এটা কি ঠিক?
২)জুম্মার সালাতের জন্য অধিক সমাগম হলেই চলবে (হতে পারে খোলা মাঠ) নাকি মসজিদ হতে হবে। । যেমন ইজতেমার ময়দানে হয়ে থাক

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মসজিদে পর্যাপ্ত যায়গা থাকলে মসজিদেই হওয়া উচিত। তবে জায়গা না থাকলে মাহফিল মাঠে জামাত করলে কোন সমস্যা নেই। জুম্মার সালাতের জন্য জামাত হওয়া শর্ত, মসজিদ হওয়া শর্ত নয়।