As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2555

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 27 Jan 2013

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। ১ জন মাঝে মাঝে সালাত সহ অন্যান্য ইবাদতে করেন, আবার মাঝে মাঝে সবই তিনি ছেড়ে দেন। এ অবস্থাই তার কি করা উচিত।নতুন করে তাওবা নাকি এভাবে চলবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তওবা তো খেলা নয় যে, ছাড়বে আর করবে। তওবা হলো গুনাহের কাজ না করার দৃঢ় শপথ করা। তওবার পরে যদি আবার হয়ে যায় তাহলে আবার তওবা করতে হবে। এর বাইরে বারবার তওবা করবে আর বারবার খারাপ কাজ করবে এই তওবা গ্রহনযোগ্য নয়।