মুহতারাম, আস-সালামু আলাইকুম। আমার প্রশ্ন: আমার পিতামাতা যদি হারাম উপায়ে টাকা কামাই করে অ্যান্ড আমি যদি সেই খাবার খেয়ে ইবাদত করি তাহলে কি কবুল হবে?
উত্তর
সন্তান যদি ছোট হয়ে তাহলে সন্তানের ভরন- পোষণের দায়িদ্ব পিতা-মাতার। এই সময়ে পিতা-মতার হারাম উপার্জনের কারণে সন্তানের কোন সমস্যা নেই। আর বড় হলে সন্তান নিজে উপার্জন করবে, পিতা-মাতার হারাম উপার্জনের খাবার খাবে না।