As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2541

নামায

প্রকাশকাল: 13 Jan 2013

প্রশ্ন

assalamu aalikum কোন মুসল্লি যদি ইমামের আমলগত ও তেলাওয়াতের ত্রুটি দেখা যায়, তাহলে এই ইমামের পেছনে সালাতের বিধান কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি তেলাওয়াতে এমন ভুল হয় যে, অর্থ পাল্টে যায় তাহলে তার পিছনে সালাত হবে না। আমলগত ত্রুটির কারণে জামাত ত্যাগ করা যাবে না তবে পাশে কোন মসজিদের ইমাম আমলে ভাল হলে সেখানে সালাত আদায় করা উত্তম হবে।