তাদেরকে প্রথমে দুনিয়ার বাস্তবতা দেখাতে হবে। এভাবে প্রেম করে কত জনের বিয়ে হয়েছে? আর বিয়ের পর কত জনের পরিবারে শান্তি আছে? অধিকাংশের বিয়ে হয় না, আর যাদের হয় তাদেরও অধিকাংশের পরিবারে শান্তি নেই। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহি. বলতেন, প্রেম করে বিয়ে না হলে কিছু দিনের কান্না আর বিয়ে হলে সারা জীবনের কান্না। এবার আসেন আখেরাতের বিষয়ে, আল্লাহ কুরআনে ব্যভিচারের কাছে যেতেও নিষেধ করেছেন। আর প্রেম হলো ব্যভিচারের সূচনা। কঠিন শাস্থির মুখোমুখি হতে হবে এ কারণে। সুতরাং আখেরাতে কথা, জাহান্নামের বিপদের কথা বারবার স্বরণ করতে হবে।