As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2512

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 Dec 2012

প্রশ্ন

বাথরুম/ওয়াশরুমে প্রসাব বা টয়লেটের পরে টিস্যু বা পানি ব্যবহারের পরে সেখানে কেবল পা ভালো করে ধুয়ে আসার পর রুমে এসে রুমের বেসিনে পা বাদে ওযুর জন্য নির্ধারিত অন্য অঙ্গগুলো ধৌত করলে“ ওযু হবে কিনা?

উত্তর

বিষয়টি নিয়ে মতভেদ আছে। অনকে ফকীহ বলেছেন, হবে না। কেউ কেউ বলেছেন হবে। কুরআনের ভাষ্য অনুযায়ী পা পরে ধুতে হবে। সুতরাং পা পরে ধোয়ার মধ্যেই সতর্কতা।