As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2505

নামায

প্রকাশকাল: 8 Dec 2012

প্রশ্ন

১. নামাজ ছাড়া অনন সময় কোরানের দোয়া গুলু পড়ার সময় তাজভীদসহ পড়তে হবে যেমন হাটতে চলতে নামাজের সিজদায় তাশাহুদের পরে

উত্তর

এভাবে পড়তে হবে যেন, অর্থটা পাল্টে না যায়, অক্ষরগুলো স্পষ্ট উচ্চারণ করতে হবে। তাজবীদ বলতে এটাই।