As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2491

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 Nov 2012

প্রশ্ন

নামায শেষে সম্মিলিত ভাবে হাত না তুললে এবং মিলাদ না পরলে কিছু কিছু আলেম তাদের কে ওহাবি এবং ইসলামের শত্রু বলে, এক্ষেত্রে আমাদের করনীয় কি? এরা যা বলে তা কি ঠিক?
ওহাবি কি? একটু বিস্তারিত বললে উপকৃত হব। এসব আলেমদের কাছে প্রমাণ চাইলে কিছু দিতে পারে না। শুধু রাগ করে। আমরা তাহলে কাদের কথা শুনব। কোন প্রকার তর্ক না করতে চাইলেও সেই আলেমগণ আমাদের সাথে রাগ করে, শয়তান বলে, ইসলামের শত্রু বলে, আমরা তাদের সাথে মুনাযাত এবং মিলাদ পড়ি না বলে আমাদের নানা কথা বলে

উত্তর

যারা প্রমাণ দিতে পারে তাদের কথাই শুনবেন। যারা রাগ করে তাদের কথা শুনবেন না। আপনি সহীহ সুন্নাহর উপর চলুন, যে যা বলে তাই বলুক। ওহাবি এখন একটা গালি। বিদআতীরা সহীহপন্থি লোকদের ওহাবী বলে গালি দিয়ে সুখ লাভ করে।