নামায শেষে সম্মিলিত ভাবে হাত না তুললে এবং মিলাদ না পরলে কিছু কিছু আলেম তাদের কে ওহাবি এবং ইসলামের শত্রু বলে, এক্ষেত্রে আমাদের করনীয় কি? এরা যা বলে তা কি ঠিক?
ওহাবি কি? একটু বিস্তারিত বললে উপকৃত হব। এসব আলেমদের কাছে প্রমাণ চাইলে কিছু দিতে পারে না। শুধু রাগ করে। আমরা তাহলে কাদের কথা শুনব। কোন প্রকার তর্ক না করতে চাইলেও সেই আলেমগণ আমাদের সাথে রাগ করে, শয়তান বলে, ইসলামের শত্রু বলে, আমরা তাদের সাথে মুনাযাত এবং মিলাদ পড়ি না বলে আমাদের নানা কথা বলে