আসসালামু আলাইকুম! ১ নং প্রশ্ন: আমার নাম শিশির, এখন এই নামটা আমি পাল্টাতে চাচ্ছি।মুহাম্মদ আল আব্দুল্লাহ আমার কি কি করতে হবে? আর যেই নামটা (মুহাম্মদ আল আআব্দুল্লাহ) বললাম সেটা কি রাখা যাবে? অনেকে বলেছেন যে ছেলে আর বাবা ( আমাদের রসুল আর তার পিতা) নাম একসাথে!! আর ২ নং প্রশ্ন: আমি শেইখ সুদাইস কে সালাতে শেষ বইঠকে শাহাদত আংগুলি নাড়াতে দেখলাম, এটা কি সহিহ? আর সহিহ হলে আমার নজর কি আমি আংগুলের দিকে রাখবো না সিজদাহর জায়গায়। আর অনেকে বলছেন যে, তুমি আংগুল নাড়ালে পাশের মুছল্লির নামাজের সমস্যা হবে। মানে অর চোখ ও আমার আংুলের দিকে আসবে। হুজুর দয়া করে একটি মাসনুন পদ্ধতি বলুন। জাজাকাল্লাহ খইর!