As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2489

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 Nov 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ্।হুজুর আমার, প্রশ্ন হল এই যে, নামাজ এ নিয়াত করা কি ফরজ না সুন্নত? না কোনটাই না? আর যদি নিয়াত করা না লাগে তবে আরবা,সালাসা কেন আসলো? ফরজ, সুন্নত, তাহুজুত কি ভাবে আলাদা করা যাবে। নামাজ কি আল্লাহু আঁকবার বলে শুরু হয়? না, নাওয়াতুয়ান…..তায়ালা আরবা, বা সালাসা,ইত্যাদি পড়ে আল্লাহু আঁকবার বলে না, শুধু আল্লাহু আঁকবার বলে হাত বাদবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আরবা,সালাসা বলে নিয়ত করতে হবে এমন কথা হাদীসে নেই। নিয়ত করা ফরজ। তবে নিয়ত হলো হৃদয়ের ইচ্ছ। মুখের নাওয়াতুয়ান…..তায়ালা আরবা এগুলো নয়।