As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2488

নামায

প্রকাশকাল: 21 Nov 2012

প্রশ্ন

দিনের বেলা সুরমা ব্যবহার করে নামাজ আদায় করা কি যায়েজ? সহি হাদিস এর আলকে বাখ্যা দবেন।

উত্তর

যাবে, কোন সমস্যা নেই। সুরমা নাপাক কোন পদার্থ নয়। আমরা সহীহ হাদীসের আলোকেই প্রশ্নের উত্তর দিয়ে থাকি। সুরমা সম্পর্কে একটি হাদীস দেখুন: عَنْ جَابِرٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ عَلَيْكُمْ بِالإِثْمِدِ عِنْدَ النَّوْمِ فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعَرَ জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছিঃ তোমরা ঘুমানোর সময় অবশ্যই ইসমিদ সুরমা ব্যবহার করবে। কেননা তা দৃষ্টিশক্তিকে প্রখর করে এবং চোখের পাতায় লোম গজায়। সুনানু ইবনে মাজাহ, হাদীস নং ৩৪৯৬। শায়খ আলবানী রহ. হাদীসটিকে সহীহ বলেছেন, শায়খ শুয়াইব আরনাউত রহ. হাসান বলেছেন।