As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2473

নামায

প্রকাশকাল: 6 Nov 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। 1) ইমাম নামাজ রত অবস্থাই মনে হল যে অযু নেই অথবা অজু ছুটে গেলে, তখন তিনি কি করবেন বিস্তারিত জানতে চাই?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। নামায ছেড়ে দিয়ে একজনকে সামনে এগিয়ে দিবে নামায পড়ানোর জন্য। পরে ওযু করে এসে পিছনে নামাযে দাঁড়াবে।