As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2453

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 Oct 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। সুন্নাতের কি কোন প্রকার আছে? যেকন জহরের আগে ও পরে ৪ ও ২ রাকাত সুন্নাত। আবার আছর ও এশার আগে ৪ রাকাত সুন্নাত।১ম সুন্নাত ছেড়ে দিলে গুনাহ হবে।
২য় সুন্নাত ছাড়লে তো কোন গুনাহ হয়না। বিস্তারিত জানতে চাই?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রকার বলতে গুরুত্বের কম-বেশী আছে। জোহরের পূর্বের সুন্নাত আর আসরের পূর্বের সুন্নাতের গুরুত্ব এক নয়। এজন্য বেশী গুরুত্বপূর্ণ সুন্নাতকে সুন্নাতে মুয়াক্কাদাহ আর কম গুরুত্বপূর্ণ হলে গায়েরে মুয়াক্কাদাহ বলা হয়।