As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2447

নামায

প্রকাশকাল: 11 Oct 2012

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। মুহতারাম,
১। আমাদের নামাযের স্থানে (জামে মসজিদে নয়) মাঝে মাঝে নির্ধারিত সালাতের কিছু সময় পরে জামাত শুরু হয়, যা আগে থেকে বুঝা যায়না। এক্ষেত্রে যে কোন ওয়াক্তের নির্ধারিত সুন্নাত সালাত পড়ার পর যদি ঐ ওয়াক্তের ফরয সালাতের জামাতের পূর্বে (অপেক্ষমান সময় টুকুতে) যদি নফল সালাত পড়া হয় তাহলে কী তা শরিয়া সম্মত হবে? ( প্রশ্নটি এ জন্য করলাম যে, মসজিদে গিয়ে ইমাম আসার পূর্ব পর্যন্ত সালাত আদায়ের কথা সহীহ হাদিসে বর্ণিত আছে)
২। যদি বাসা থেকে ওয়াক্তের ফরয সালাতের তাৎক্ষনিক পূর্বে পড়ার জন্য নির্ধারিত সুন্নাত সালাত পড়ে মসজিদে গিয়ে ফরয সালাতের জামাতের জন্য গিয়ে সেখানে কিছু সময় পাই, তবে কি সে সময় তাহিয়াতুল মসজিদ পড়তে পারব? (প্রশ্নটি এ জন্য করলাম, এক্ষেত্রে ওয়াক্তের ফরয সালাতের তাৎক্ষনিক পূর্বে পড়ার জন্য নির্ধারিত সুন্নাতের পর তাহিয়াতুল মসজিদ পড়া হচ্ছে)
মাআসসালাম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১।না, সমস্যা নেই। ২। বাসা থেকে সুন্নাত পড়ে এসে মসজিদে তাহিয়্যাতুল মসজিদ পড়তে সমস্যা নেই।