As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2446

নামায

প্রকাশকাল: 10 Oct 2012

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। মুহতারাম,
১। www.islamqa.info তে দেখলাম দুই সিজদার মাঝখানে রব্বিগ ফিরলি বলা ওয়াজিব। এ ক্ষেত্রে দুই সিজদার মাঝখানে রব্বিগ ফিরলি না বললে কি সাহু সিজদা দিতে হবে?
২। সর্বশেষ রাকাতে তাশাহুদ দরূদ পড়ার পর দুআ মাছুরা পড়তে হয়। এসময় আরও একটি দুআর বিষয় জানতে পারলাম; সেটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আযাবিল কাবরি ওয়ামিন আযাবিন নার ওয়ামিন ফিতনাতিল মাহুয়া ওয়াল মামারতি ওয়ামিন ফিতনাতিন মাসই দাজ্জাল। এটি কী দুআ মাছুরার পরে, না দুআ মাছুরার পরিবর্তে পড়তে হবে?যদি দুআ মাছুরার পরে পড়তে হয় তাহলে দুটি দুআ একসাথে পড়লে কী বেশি সওয়াব হবে?
মাআসসালাম।

উত্তর

দুই সাজদার মাঝে উক্ত দুআ পড়া সুন্নাত। ওয়াজিব তারা কেন বলেছেন তা বোধগম্য নয়। ২। দুআ মাসূরার সময় একাধিক দুআ পড়াতে কোন সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন।