As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2432

আখিরাত

প্রকাশকাল: 26 Sep 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমরা জানি ফজর ও মাগরিবের নামাজের পর দুরুদ পড়লে আমাদের নবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শাফায়াত করবেন। তার জন্য আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ এই ছোট দুরুদ টা পড়লে হবে? দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শুধু ফজর ও মাগরিব নয়, যে কোন সময় দরুদ পড়লেই নবী সা. এর শাফায়াত পাওয়া যায়। আপনার উল্লেখিত ছোট দরুদটি পড়লেও শাফায়াত পেতে পারেন। তবে হাদীসে বর্ণিত দরুদ পড়া উত্তম। ছয়টি মাসনূন দরুদ সহ দরুদ সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন, আস-সুন্নাহ পাবলিকেশন্স থেকে প্রকাশিত রাহে বেলায়ত বইটির ১৭৩-১৯৮পৃষ্ঠা।