As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2428

নামায

প্রকাশকাল: 22 Sep 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ফরজ নামাযের পর তাসবিহ গুলা কি ফরজ নামাযের শেষে পড়ব, নাকি সুন্নাতে মুয়াক্কাদা থাকলে তারপর পড়ব। ২) আমি যদি সুন্নাত নামায বাসায় পড়ে এসে মসজিদে জামাত এর কিছুক্ষন আগে আসি তাহলে কি আবার দুখুলুল মাসজিদ পড়তে হবে, পড়লে কি কোনো সমস্যা আছে। বাসায় থেকে দুই রাকাত পড়ে আসছি, আবার মসজিদে এসে দুই রাকাত পড়ব। আমি Confuse এর মধ্যে আছি। আমি জানি যে সুন্নাত নামায বাসায় পড়াটাই উত্তম।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ফরজের পরও পড়তে পারেন আবার সুন্নাত-নফল শেষ করেও পড়তে পারেন। ২। মসজিদে এসে আবার দুখুলুল মসজিদ পড়তে পারবেন। তবে ফজরের সুন্নাত বাসায় পড়লে মসজিদে এসে দুখুলুল মসজিদ পড়ার বিষয়ে সাহাবীদের থেকে দুই ধরণের আমলই আছে। কেউ দুখুলুল মসজিদ পড়তেন কেউ পড়তেন না।