আসসালামু আলাইকুম, ফরজ নামাযের পর তাসবিহ গুলা কি ফরজ নামাযের শেষে পড়ব, নাকি সুন্নাতে মুয়াক্কাদা থাকলে তারপর পড়ব। ২) আমি যদি সুন্নাত নামায বাসায় পড়ে এসে মসজিদে জামাত এর কিছুক্ষন আগে আসি তাহলে কি আবার দুখুলুল মাসজিদ পড়তে হবে, পড়লে কি কোনো সমস্যা আছে। বাসায় থেকে দুই রাকাত পড়ে আসছি, আবার মসজিদে এসে দুই রাকাত পড়ব। আমি Confuse এর মধ্যে আছি। আমি জানি যে সুন্নাত নামায বাসায় পড়াটাই উত্তম।