স্বামী মারা গেলে স্ত্রীদের ৪ মাস ১০ দিন ইদ্দত পালন করতে হবে। এ সময় সাজসজ্জা থেকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সা.এর স্ত্রী উম্মে সালামা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. বলেছেন, عَنْ أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- أَنَّهُ قَالَ الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا لاَ تَلْبَسُ الْمُعَصْفَرَ مِنَ الثِّيَابِ وَلاَ الْمُمَشَّقَةَ وَلاَ الْحُلِىَّ وَلاَ تَخْتَضِبُ وَلاَ تَكْتَحِلُ .
যে নারীর স্বামী মৃত্যু বরণ করেছে, সে (ইদ্দতকালে) গোলাপী ও গেরুয়া রংয়ের কাপড় পরিধান করবে না, গহনা বা অলংকার ব্যবহার করবে না। মেহেদী ও সুরমা লাগাবে না। সুনানু আবু দাউদ, হাদীস নং ২৩০৬। শায়খ শুয়াইব আর নাউত রহি., শায়খ আলবানী রহ.সহ মুহাদ্দিসগণ হাদীসটিকে সহীহ বলেছেন। তাই এ সময়ে গহনা খুলে রাখা উচিত। কোন কোন আলেম সাভাবিক গহনা পরে থাকার অনুমতি দিয়েছেন।