যাকাতের ক্ষেত্রে যে তুলার হিসাব করা হয়। আমাদের দেশে তো ভুরি হিসাব করা হয়। এখানে তুলা এবং ভুরির মধ্যে সম্পর্ক কি? যদি এক ভুরি রুপার দাম ১০০০ টাকা হয় হয় তাহলে যাকাতের ক্ষেত্রে নিসাব কত টাকা হবে। বললে উপকৃত হব। যাকাতে সোনা এবং রুপার কথা বলা হয়েছে। ৭.৫ তুলা সোনার দাম এবং ৫২.৫ তুলা রুুুুপার দাম তো সমান নয়। তাহলে..