As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2422

যাকাত

প্রকাশকাল: 16 Sep 2012

প্রশ্ন

যাকাতের ক্ষেত্রে যে তুলার হিসাব করা হয়। আমাদের দেশে তো ভুরি হিসাব করা হয়। এখানে তুলা এবং ভুরির মধ্যে সম্পর্ক কি? যদি এক ভুরি রুপার দাম ১০০০ টাকা হয় হয় তাহলে যাকাতের ক্ষেত্রে নিসাব কত টাকা হবে। বললে উপকৃত হব। যাকাতে সোনা এবং রুপার কথা বলা হয়েছে। ৭.৫ তুলা সোনার দাম এবং ৫২.৫ তুলা রুুুুপার দাম তো সমান নয়। তাহলে..

উত্তর

তোলা ও ভরি একই। এক ভরি রুপার দাম ১০০০ টাকা হলে যাকাতের ক্ষেত্রে নিসাব হলো সাড়ে ৫২ হাজার টাকা।৭.৫ তুলা সোনার দাম এবং ৫২.৫ তুলা রুুুুপার দাম তো সমান নয়, তবে যখন টাকা হবে তখন গরীবদের উপকারের দিকে লক্ষ্য রেখে রুপার দামে নিসাব নির্ধারণ করতে হবে।