As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2413

অর্থনৈতিক

প্রকাশকাল: 7 Sep 2012

প্রশ্ন

মুহতারাম,আসসালামু আলাইকুম, আমি আমার অবসর সময়ে কন টি করা উত্তম। নফল সালাত, দাওয়াত, কুরান পাঠ, নাকি কুরান, হাদিস শেেখা, দয়া করে দলিলসহ জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সবগুলোই করতে হবে। যখন যেটার প্রয়োজন বেশী তখন সেটিকে অগ্রাধিকার দিতে হবে। দাওয়াতের বেশী প্রয়োজন হলে দাওয়াত বেশী দিবেন। হাদীস শেখার বেশী প্রয়োজন মনে হলে হাদীস শিখবেন। কুরআনও পাঠ করবেন। নফল সালাতও আদায় করবেন। এগুলোর দলীল দরকার নেই।