As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2408

নামায

প্রকাশকাল: 2 Sep 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। হাদিসে আছে, প্রত্যেক দুই আজানের মাঝে নামাজ আছে (এই কথা ৩ বার), যে পাড়বে তার জন্য।এখন আমি পড়তে চাই, প্রশ্ন হল আমি কেমনে নিয়ত করবো নফল হিসেবে নাকি সুন্নত হিসেবে? একই ভাবে তাহাজ্জতের নিয়তে নফল হিসেবে নাকি সুন্নত হিসেবে জানতে চাই? এশরাকের নামাজ কিভাবে পড়বো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি শুধু নামাযের নিয়ত করবেন। সুন্নত-নফল কিছু করা লাগবে না। তাহাজ্জুদেও শুধু নামাযের নিয়ত করবেন। এশরাকের নামায ২ রাকআত করে সাধারণ সুন্নাত-নফল নামাযের মত করবেন।