আস-সালামু আলাইকুম। হাদিসে আছে, প্রত্যেক দুই আজানের মাঝে নামাজ আছে (এই কথা ৩ বার), যে পাড়বে তার জন্য।এখন আমি পড়তে চাই, প্রশ্ন হল আমি কেমনে নিয়ত করবো নফল হিসেবে নাকি সুন্নত হিসেবে? একই ভাবে তাহাজ্জতের নিয়তে নফল হিসেবে নাকি সুন্নত হিসেবে জানতে চাই? এশরাকের নামাজ কিভাবে পড়বো?