উত্তর আল্লাহ তায়ালা বলেছেন, إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتُ النَّعِيمِ নিশ্চয় যারা ইমান আনবে এবং সৎ কাজ করবে তাদের জন্য রয়েছে নেয়ামতপূর্ণ জান্নাতসমূহ। সূরা লুকমান, আয়াত ৮। একজন যুবকের জন্য সৎ আমলের মধ্যে রয়েছে নিয়মিত সালাত ও অন্যান্য ফরজ ইবাদাতগুলো আদায় করা। সকর প্রকার অশ্লীলতা এবং হারাম থেকে নিজেরকে বিরত রাখা। গান-বাজনা, মেয়েদের সাথে যে কোন ধরণের মেলা-মেশা থেকে বিরত থাকা। বিভিন্ন ইসলামী বইয়ে এগুলো বিস্তারিত আপনি পাবেন।