As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2405

নামায

প্রকাশকাল: 30 Aug 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। স্যার এর ১ টি lecture শুনলাম, যেখানে sir এর ব্যক্তিগত আমল হল সুরা ফাতিহা পড়া যেখানে ইমাম নিশ্চুপে পড়ে।আমি sir (রঃ) এর মতটাকে বেশি পছন্দ করেছি।আমার জানার বিষয় হল যে এশার ৪ রাকাত নামাজের প্রথম ২রাকাতে আমি কোন কেরাত পড়বো না, শুধু শুনব।আবশিস্ট ২ রাকাতে সুরা ফাতিহা পড়বো নাকি পড়বো না? আনুরুপভাবে জহরের নামাজে কি শুধু প্রথম ২ রাকাতে নাকি ৪ রাকাতেই সুরা ফাতিহা পড়বো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। শেষ দুই রাকআতে আপনি সূরা ফাতিহা পড়তে পারেন আবার নাও পড়তে পারেন। যে পদ্ধতিতেই আমল করুন সমস্যা নেই।