As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2396

হালাল হারাম

প্রকাশকাল: 21 Aug 2012

প্রশ্ন

আমার প্রশ্ন হল। আমি আব্বু একটি বাড়ি করতেছেন শহরে । এখন সে ইসলামি ব্যাংক থেকে লোন গ্রহণ করতে চান। ব্যাংক থেকে লোন না নিলে নাকি পৌরসভা থেকে বেশী পরিমান কর ধরবে। এটা কি জায়েজ হবে নাকি নাজায়েজ হবে।

উত্তর

ব্যাংক থেকে ঋন নেয়ার ধরণ বিস্তারিত লিখে পাঠান, তাহলে উত্তর দেয়া সহজ হবে।