As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2394

নামায

প্রকাশকাল: 19 Aug 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি বেতের নামাজের সঠিক নিয়ম জানতে চাই। আমি দুয়া কুনুত জানিনা, তাহলে কি পাঠ করবো? এক জন আমাকে সুরা ইখলাস পড়তে বললেন, তার কথা কি ঠিক?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমাদের সমাজে যেভাবে বিতর পড়া হয় আপনি সেভাবেই পড়বেন। দুআ কুনুত না জানলে অবিলম্বে শিখে নিন। সূরা ইখলাস পড়া কোন সমাধান নয়।