As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2385

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 10 Aug 2012

প্রশ্ন

ক) মুহতারাম, আসসালামু আলাইকুম। আমার এক ভাই সম্প্রতি নিজের অনিচ্ছা সত্তেও পিতাকে খুশি করার জন্য তার পিতার এক দুর-সম্পরকের ভাইএর মেয়েকে বিয়ে করেছেন। বিয়ের আগে তাকে মেয়ে দেখান হয়েছিল এবং তখন তার মেয়ে পছন্দ হয়নি। আমার নিকট পরামরশ চাওয়ায় আমি বলেছিলাম পিতার সন্তুস্টি তে আল্লাহর সন্তুষ্টি। আমি পরক্ষো ভাবে উক্ত ঘটনার সাথে জড়িয়ে গেছি। এখন তারা সুখেই ঘর করছেন, কিন্তু বাধ সেধেছেন তার বাবা। তার (আমার অই ভাইএর) বাবা তার শশুরের (মেয়ের বাবার) সাথে সম্পরকের অবনতির অভিযোগ তুলে (দেনা-পাওনার হিসাব নিকাশ না মিলার কারনে) পুত্রবধুকে তালাক দেয়ার জন্য ছেলেকে চাপ দিচ্ছেন। এমতাবস্থায় আমার ওই ভাই যদি তার স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যায় তবে কোন গুনাহ হবে কিনা। উল্লেক্ষ, আমার ওই ভাই তার পিতা-মাতার জীবনযাত্রার খরচ দিতে ও তাদের সেবা করার জন্য কাজের লোক রেখে দিতে রাজি আছেন। কুরআন ও সুন্নাহ এর আলোকে উক্ত সমসসার সমাধান চাচ্ছি। খ) একটি মোবাইল নম্বর চাচ্ছি যাতে ফোন করে মাসালা-মাসায়েল এর সমাধান পাওয়া যাবে । আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, তিনি তার পিতার অন্যায় আবদার রাখতে পারবেন না। তিনি বিনা কারণে স্ত্রীকে তালাক দিতে পারবেন না। দিলে এটা অবিচার হবে। মানুষকে কষ্ট দিয়ে পিতা-মাতার অন্যায় আবদার শোনা জায়েজ নেই।এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 01762629405