As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2382

নামায

প্রকাশকাল: 7 Aug 2012

প্রশ্ন

assalamualikum. Sijda theke sutra er distance jodi chagol jawar moto na hoi orthat jodi samne jaiga na thake tobe ki salah hobe? Ref shoho ans chassilam.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভীড়ের কারণে সিজদার জন্য পর্যাপ্ত জায়গা না থাকলে পিঠের উপরও সিজদা করে নামায আদায় করা জায়েয আছে। এটি সাহাবা-তাবেয়ীনের আমল দ্বারাও প্রমাণিত। হযরত উমর রা. বলেন, مَنْ زَحَمَهُ النَّاسُ يَوْمَ الْجُمُعَةِ حَتَّى لَا يَسْتَطِيعَ أَنْ يَسْجُدَ عَلَى الْأَرْضِ فَلْيَسْجُدْ عَلَى ظَهْرِ رَجُلٍ . জুমার দিনে ভীড়ের কারণে যে ব্যক্তি জমিনের উপর সিজদা করতে সক্ষম নয়, সে যেন অপর ব্যক্তির পিঠের উপর সিজদা করে। হাসান বসরী রাহ. বলেন, إذَا اشْتَدَّ الزِّحَامُ فَإِنْ شِئْت فَاسْجُدْ عَلَى ظَهْرِ أَخِيك. যখন ভীড় অধিক হয় তখন তুমি চাইলে তোমার ভাইয়ের পিঠের উপর সিজদা করতে পার। উভয় বক্তব্যের দলীল জানতে দেখুন: আলমুহাল্লা كتاب الصلاةأوقات الصلاةمسألة عجز المصلى عن الركوع أو عن السجود”