আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হলঃ ১। জামাতে সালাতের সময় শেষ বইঠকে মুক্তাদি ভুলে শুধু মাত্র তাসাহুদ পরলে (দুরুদ ও মাসুরার দুয়া পরতে ভুলে গেলে) কি করবে? ইমামের সাথে সালাম ফিরিয়ে সালত শেষ করলে কি তার জন্য যথেস্ট হবে? ২. গাইরে মাহারাম মহিলাদের সাথে রাস্থায় দেখা হলে সালাম দেয়ার বিধান জানতে চাই। (এর মাঝে অনেকে বেপরদাও থাকে) আল্লাহ আপনাদের নেক আমলে বরকত দান কারুক