As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2373

অর্থনৈতিক

প্রকাশকাল: 29 Jul 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম, জনাব, আমার আব্বা গত তিন মাস থেকে অসুস্থ। ব্রেইন স্টুক করেছেন। কথা বলতে পারেন না। বাম পাশ অবশ। কাউকে চিনেন না। সম্পূন অচেতন অবস্থায় শুয়ে আছেন। নাক দিয়ে এনজির মাধ্যমে তরল খাবার দেই। এমতাবস্থা আমি জানতে চাই, আব্বার নামাজের কি করব। দয়া করে জানালে উপকৃত হব। আল্লাহ আপনাকে ভালো রাখুন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এই অবস্থায় আপনার আব্বার উপর নামায ফরজ নয়। সুতরাং তার নামাযের জন্য আপনাদের কিছু করতে হবে না। রোজার ক্ষেত্রে প্রতিটি রোজার জন্য একজন অসহায়কে দুবেলার খাবার দিতে হবে।