As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2358

হালাল হারাম

প্রকাশকাল: 14 Jul 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি বিগত জীবনের জন্য অনুতপ্ত হয়েছি । গত জীবনের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি । কিন্তু আমি সুদি কারবারের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম, অনেক মানুষের টাকা আমি সুদের ভিত্তিতে গ্রহণ করেছি, আবার আমিও অনেক টাকা সুদের ভিত্তিতে দিয়েছি । জানার বিষয় হঐ টাকার বিষয়ে আমি কি করতে পারি? আমার সেই সামর্থ্যও নেই যে টাকা ফিরিয়ে দেব । অনেকে মারাগেছেন । এখন আমি কি করব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তওবার পাশাপাশি আপনার টাকা ফিরিয়ে দেয়ার সামর্থ্য না থাকলে যাদের থেকে সুদ নিয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিন আর যারা মারা গেছে তাদের ওয়ারিসদের থেকে ক্ষমা চেয়ে নিন।