As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2353

বিবিধ

প্রকাশকাল: 9 Jul 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আল্লাহুম্মাগফিরলাহু অরহামহু অয়াআফাহি অআফু আনহু….. .. .. .। এই দুআর পুরোটা আমি অর্থসহ জানতে আগ্রহী । এই দুআটি কখন পাঠ করতে হয়? দয়া করে দলিল সহ জানাবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পুরো দুআটি হলো اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله অর্থ হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করে দিন, তার প্রতি দয়া করুন, তাকে ভাল রাখুন,তাকে মাফ করে দিন, তার স্থানকে (কবরকে) সম্মানিত করুন। সহীহ মুসলিম, হাদীস নং ৯৬৩। মানুষ মারা গেলে রাসূলুল্লাহ সা. এই দুআ পড়তেন। সুতরাং কোন মানুষ মারা গেলে এই দুআ পাঠ করা সুন্নাত।