As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2349

নামায

প্রকাশকাল: 5 Jul 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। এই শীতের সময় যদি কোন ব্যক্তি পেশাব চেপে রাখে, অযু করার ভয়ে এবং সেই অবস্থায় নামাজ আদায় করে তাহলে কি কোন সমস্যা হবে? পেটে ক্ষুধা রেখে নামজের হুকুম কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। উভয় অবস্থাতেই অর্থাৎ পেশাব আটকে রেখে কিংবা ক্ষুদার্থ অবস্থায় নামায আদায় করলে হয়ে যাবে তবে এমন অবস্থায় নামায না আদায় করা ভাল।