As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2348

ঈমান

প্রকাশকাল: 4 Jul 2012

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম إِنَّ اللَّهَ لاَ يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاء নিশ্চয় আল্লাহ তায়ালা শিরককে ক্ষমা করবেন না, এছাড়া যা চান যাকে চান ক্ষমা করে দিবেন। আমার প্রশ্ন হচ্ছে আমরা মুসলিমরা অনেক সময় বুঝে ও না বুঝে শিরক করেফেলি। মূর্তি পূজা হয়ত করিনা কিন্তু মাজার জিয়ারত, বিভিন্ন কুসংস্কার, পহেলা বৈশাখ, তাবিজ, তাছাড়া বিভিন্ন শিরকি কথাবার্তা অনেক সময় করে থাকি। আমাদের এই মহা পাপ থেকে মুক্তির উপায় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তওবা করলে শিরকের গুনাহ মাফ হবে। সুতরাং শিরক করলে তওবা করতে হবে।