As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2345

নামায

প্রকাশকাল: 1 Jul 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমি এশার নামাজ আমার বাসায় একাকি আদাই করে মাহফালে গেলাম । সেখানে তখন জামাতে এশার নামাজ হতে খেখলাম । (তখন আমি কি জামাতে শরীক হব? যদি একবার মসজিদে আদাই করে থাকি, তাহলে কি করব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি জামাতে শরীক হতে পারেন। তবে এটা আপনার জন্য নফল নামায হিসাবে গণ্য হবে। না শরীক হলেও সমস্যা নেই।