As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2334

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 20 Jun 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ১) ইসলামী লেবাস হওয়ার শর্ত গুলো কি কি?
২) এক ভাই বললেন যে, ইসলামের কোন নির্দিষ্ট লেবাস নেই । যা আছে তা আরবিদের জন্যই । আমি সুন্নাহ সম্মত পোশাকের বিবরন চাই । (ছেলে ও মেয়ে)জন্য

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইসলামী লেবাস হওয়ার শর্তের মধ্যে আছে ছেলেদের নাভী থেকে হাঁটুর নিচ পর্যন্ত হতে হবে, মেয়েদের পুরো শরীর ঢাকা থাকতে হবে। অন্য ধর্মের মানুষের পোশাকের সাথে মিলবে না, পরলে মুসলিম, খোদা ভীরু বলে মনে হয় এমন পোশাক। বিস্তারিত জানতে দেখুন ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. লিখিত পোশাক পর্দা ও দেহসজ্জা বইটি।