আসসালামু আলাইকুম, রব্বানা আতিনা ফিদ্দুন ইয়া হাসানাতাও ওয়াফি আখিরতি হাসানাতাও ওয়াকিনা আজাবান্নার এই আয়াতটির উচ্চারণ কি ঠিক আছে? এই আমল টি করলে কি উপকার পাওয়া যায়। দয়া করে জানাবেন।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। বাংলায় কখনো আরবী উচ্চারণ ঠিক হয় না। সুতরাং আরবী শিখে উচ্চারণ ঠিক করতে হবে। এটা কুরআনের একটি দুআ। এখানে দুনিয়া ও আখেরাতের কল্যান কামনা করা হয়।