আসসালামু আলাইকুম, আমার আম্মুর চোখের অপারেশন হয়েছে। ডাক্তার বলেছেন গলা পর্যন্ত পানি ঢেলে গোসল করতে চোখে পানি না লাগাতে। আর উপুর হয়ে সিজদা না করতে। এখন উনি কিভাবে সলাতের জন্য ওযু করবেন এবং সিজদা করবেন?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। চোখে বুঁজে যতটুকু সম্ভব চোখের উপর পানি লাগাবে। একান্ত সম্ভব না হলে তায়াম্মুম করবে। সাজদা যতটুকু সম্ভব নিচু হয়ে করবে।