As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2322

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 8 Jun 2012

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমার হাসবেন্ড তার মার কথা মত সব সিদ্ধান্ত নেয়। বাবা নেই, মা আর ননদ ই বাসার সব সিদ্ধান্তের মালিক। এক্ষেত্রে আমি কি আমার বাবা মার কথা মত চলতে পারি? আমার বাবা মার অনুমতি থাকলে সেই কাজ কর্তে পারি? জদি তাদের অনুমতি না থাকে । এছারা তারা আমার উপর অনেক অত্যাচার ও করে ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সংসার চালাতে একজন মরুব্বীর পরামর্শ নেয়া খুবই ভাল। তবে সংসারের প্রতিটি সদস্যের মতামত জানা উচিত। আপনি আপনার স্বামীর কথা মত কাজ করবেন। পিতা-মতার মত নয়। মেয়েরা পিতা-মাতার কথা অনুযায়ী কাজ অনেক সময় মেয়ের কল্যান করে না। আপনার উপর অত্যাচার দু:খজনক। আপনি বিশেষ মুহুর্তে সংশোধনের স্বামীকে এগুলো বলতে পারেন।