As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2319

হজ্জ

প্রকাশকাল: 5 Jun 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়খ, একটি সমাধান প্রয়োজন, ২ জন মানুষের উপর হজ ফরজ হয়েছে। স্বামী-স্ত্রী। উভয়ই পঙ্গু। উরুর নিচ থেকে 1 পা কাটা। তাদের ২ ছেলে মেয়ে। মেয়ের বিবাহ হয়ে গেছে, ছেলে অনার্স পড়ে ৩য় বর্ষ। এমতাবস্থায় স্বামী ও স্ত্রী হজ্জ টা আদায় এর বিধান কি হবে?
নোটঃ তাদের বক্তব্য হলো – হজ্জের সময় ওমরাহ এর চেয়ে ভীড়, তাই ওমরাহ করলে হজ্জ করা লাগবে কিনা জানাতে। আসলে এটির বিধান ও একটু বলবেন । জাঝাকুমুল্লাহ।

উত্তর

হজ্জ ফরজ হওয়ার একটি দিক হলো শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকা। যেহেতু তাদের শারীরিক সামর্থ্য নেই তাই তাদের উপর হ্জ্জ ফরজ নয়। বিস্তারিত দেখুন, আল-ইসলাম সুয়াল জওয়াব। এই শিরোনামে। 41949: ইসলামে হজ্জের মর্যাদা ও হজ্জ ফরজ হওয়ার শর্তাবলী