আসসালামু আলাইকুম,
আমরা প্রায় ২ বছর ধরে পারিবারিক জীবনযাপন করছি। গত কিছুদিন আগে, আমার স্ত্রীর সাথে ঝগড়ার এক মূহুর্তে, আমি আমার স্ত্রীর চুল ধরে টানা টানি করে তাকে শাসন করি। আমার স্ত্রী সেই মুহুর্তে উত্তেজিত অবস্থায়ই বলে ফেলে যে, ও থানায় গিয়ে আগে জিডি করবে, তারপর আমার সাথে সংসার করবে (তালাকের কথা বলে নি, আবার সংসার করার কথা বলেছে)। প্রসঙ্গত: উল্লেখ্য যে, আমাদের নিকাহ্মায় স্ত্রীকে তালাক দেয়ার অধিকার দেয়া আছে। এই অবস্থায়ই, থানায় জিডি না করে কি আমার স্ত্রী আমার সাথে শরীয়ামতাবেক ঘর করতে পারবে? বিষয়টি নিয়ে আমি ও আমার স্ত্রী খুবই চিন্তিত আছি। এ প্রসঙ্গে ইমাম আবু হানিফার দেয়া একটি রায়ের ঘটনা মনে পড়ে যায় (জানি না ঘটনাটি নির্ভরযোগ্য কিনা)। জনৈক ব্যক্তি তার স্ত্রীকে সাবধান করে এই বলে যে, সে (তার স্ত্রী) যদি সিড়িঁ দিয়ে ছাদে উঠানামা করে তবে তার তালাক হয়ে যাবে। এমতবস্থায় মহিলাটি একদিন ছাদে উঠলে তার স্বামীসহ অন্যান্যরা ইমাম আবু হনিফার নিকট বিষয়টি ফয়সালার জন্য আসলে ইমাম আবু হানিফা বলেন, সিড়িঁঁ বাদ দিয়ে অন্য কোন উপায়ে ঐ মহিলাকে যদি নামিয়ে আনা যায় তবে তালাক হবে না। এ ঘটনাটির সাথে আমার ঘটনাটি কিছুটা মিলে যায় বলে দুশ্চিন্তা করছি।