আসালামুয়ালাইকুম, প্রতি রাকাতে সুরা ফাতিহার পর অন্য একটি সুরা পরতে হয়। আমার প্রস্ন হছে এই ক্ষেত্রে কি সুরা সমুহ ঊর্ধ্ব ক্রম অনুসারে ( যেমন প্রথমে সুরা নাম্বার ১, তারপর ২, ৩, ৪ এই ভাবে) পরতে হবে? ধরুন যদি আমি ৪ রাকাত নামাজের ক্ষেত্রে সুরা লাহাব, সুরা ইখলাস, সুরা ফালাক ও সুরা নাস দ্বারা পরতে চাই তবে প্রথম রাকাতে কোন সুরা, ২য় রাকাতে কোন সুরা, ৩য়রাকাতে কোন সুরা ও ৪র্থ রাকাতে কোন সুরা পরতে হবে। না কি এর কোন বাধ্যবাধকতা নেই?
যদি এই বিষয়ে কোন রেফেরান্স থাকে তবে তা দিলে উপকৃত হব। ধন্যবাদ