As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2309

নামায

প্রকাশকাল: 26 May 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ফরজ নামাজের শেষে মাসনুন আমল সম্পর্কে জানতে চাই?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ফরজ নামাযের পর আয়াতুল কুরসী পাঠ করবেন। সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বা ৩৪ বার পাঠ করবেন। দলীলসহ বিস্তারিত জানতে শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. লিখিত সহীহ মাসনুন ওযীফা বইট পড়ুন।