As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2302

হালাল হারাম

প্রকাশকাল: 19 May 2012

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। 1) বনামাজির বাড়িতে খাওয়ার হুকুম কি? আমি জানতে চাই । অমুসলিমের বাড়িতে খাওয়ার হুকুম কি জানতে চাই? বিশেষকরে হিন্দুর বাড়িতে খাওয়ার হুকুম কি? 2) বাজারে মুরগির যবেহের সময়ে আল্লাহর নাম না বললে অথবা অমুসলিম কেউ তা যবেহে করলে হালাল হবে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মুসলিম বে-নামাযীর বাড়িতে খাওয়া জায়েজ আছে। হিন্দুদের বাড়িতে হিন্দুদের জবেহ করা কোন পশু-পাখির গোশত খাওয়া যাবে না। অন্যগুলো জায়েজ। ২। অমুসলিম জবেহ করলে হারাম হবে তবে মুসলিম আল্লাহর নাম না বললেও জায়েজ হবে।